নির্ভীক কণ্ঠ নিউজ গ্রুপ :: তৃণমূলের নতুন তরুণ মুখ তথা অভিনেত্রী সায়নী ঘোষ| নিজের কাজ, বিশ্বাস আর আনুগত্যের পুরস্কার হিসাবে পেয়েছেন যুব তৃণূলের দায়িত্ব । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেড়ে যাওয়া চেয়ারে এখন সায়নী ঘোষ । সেই সায়নী ভিডিও শেয়ার করে লিখলেন, টলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় পরিচালক, ব্যারাকপুরের সদ্য নির্বাচিত বিধায়ক রাজ চক্রবর্তী তাঁর মেন্টর|রাজকেই নিজের মেন্টর, গাইড, বন্ধু ও ফিলোজফার মানলেন সায়নী । রাজের সঙ্গে সায়নী ঘোষ একটি ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে আলোড়ন ছড়িয়ে পড়েছে এক কথায় সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। এই ঘটনার খবর রাজ চক্রবর্তীর বিধানসভা কেন্দ্র বারাকপুর এবং তার বাড়ি হালিশহরেও আলোড়ন ছড়িয়ে।