তৃণমূল নেত্রী আলোরানী সরকারের হাত ধরে বিজেপি পঞ্চায়েত প্রধানের যোগদান, আলোড়ন উত্তর 24 পরগনা জেলা জুড়ে

0

নির্ভীক কণ্ঠ ওয়েব ডেস্ক ::: তৃণমূল নেত্রী আলোরানী সরকারের হাত ধরে বিজেপি পঞ্চায়েত প্রধানের যোগদান, আলোড়ন উত্তর 24 পরগনা জেলা জুড়ে | তৃণমূল নেত্রী আলো রানী সরকার বনগায় সংগঠনের দায়িত্ব নেওয়ার পরেই একের পর এক সাফল্য পাচ্ছেন। এবার বিজেপির এক পঞ্চায়েত প্রধানকে তৃণমূলে যোগ দান করার পিছনে তার অবদান যথেষ্ট। বনগাঁয়  বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপি পরিচালিত বাগদা ব্লকের কনিয়ারা দুই নম্বর পঞ্চায়েতের প্রধান অনামিকা বিশ্বাস|  তৃণমূলে যোগদান করে তিনি দাবি করেছেন, বিজেপি থাকা অন্যান্য পঞ্চায়েত সদস্যরাও যোগ দেবেন তৃণমূলে। অনামিকার দলবদলে কিছুটা ধাক্কা খেয়েছে বনগাঁর বিজেপি শিবির। ওই এলাকার গেরুয়া শিবিরের নেতা দেবদাস মণ্ডল বলছেন, ”বিজেপি বৃহত্তর দল। তবে শাসকদল আমাদের কর্মীদের জোর করে নিয়ে যাচ্ছে| রবিবার বিকেলে বনগাঁ নিউ মার্কেট সংলগ্ন শ্রমিক ভবনে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দেন অনামিকা। কনিয়ারা দুই নম্বর পঞ্চায়েতে মোট ১৫টি আসন। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ৯টি, তৃণমূল ৪টি এবং কংগ্রেস ও বামেরা একটি করে আসন পায়। এর মধ্যে বিজেপি ওই পঞ্চায়েত দখল করে। ছবি : সোশ্যাল মিডিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here