নির্ভীক নির্ভীক কণ্ঠ ওয়েব ডেস্ক ::: চাকদার কিশোরী নিখোঁজ লক্ষ্মী পূজার থেকে, পিসির বাড়িতে বেড়াতে এসে 10 বছরের মেয়ে নিখোঁজ| পিসির বাড়িতে ঘুরতে এসে নিখোঁজ ১০ বছরের মেয়ে। তার নাম খুশি গোয়ালা। সে বিহারের বাসিন্দা। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে এসে সে নিখোঁজ হয়ে যায়। পরিবার সূত্রে জানা যায়, খুশি একজন অনাথ শিশু এবং বিহারের কাটিহারে তার দাদার বাড়িতে থাকত। দুর্গা পুজোর মহা ষষ্ঠীর দিন সে রাজগঞ্জের ফাটাপুকুরে তার পিসির বাড়িতে ঘুরতে আসে। কিন্তু গত বৃহস্পতিবার থেকে সে নিখোঁজ হয়। পরিবারের লোকজন সাহায্যের জন্য পুলিশের দ্বারস্থ হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ পুলিশ। অপরদিকে নদিয়ার চাকদা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের ঘুগিয়া জলের ট্যাংকের পাশে বাড়ি কার্তিক চক্রবর্তীর তার মেয়ে 14 বছরের কোয়েল চক্রবর্তী লক্ষ্মী পুজোর দিন থেকেই নিখোঁজ| গত বুধবার বিকেল পাঁচটার সময় বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয় তারপর থেকে আর তাকে খুঁজে পাচ্ছেনা। পরিবারের লোকজন সেদিন রাত এগারোটায় চাকদহ থানায় মিসিং ডায়েরি করে পরিবার গতকাল শুক্রবার চাকদহ গৌরনগর ঘাট ও মুকুন্দনগর ঘাট এর মাঝখানে একটি কলা বাগানের মধ্যে মেয়েটির সাইকেল ও পায়ের চটি উদ্ধার করে পুলিশ পরিবারের সদস্যরা গত তিনদিন ধরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন খোঁজ এখনও পাওয়া যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাকদহ পুলিশ|