নির্ভীক কণ্ঠ নিউজ গ্রুপ ::: কল্যাণী থানা এলাকার গয়েশপুর পৌরসভার 1 নং ওয়ার্ডের অন্তর্গত দোগাছি এলাকায় নিজের সদ্যোজাত কন্যাকে গলা টিপে খুন করে একটি প্লাস্টিকে মুড়ে রাস্তার পাশে ঝোপের মধ্যে ফেলে দিয়েছিল নিজের মা। আজ সকালে স্থানীয় বাসিন্দারা তা দেখতে পেয়ে পুলিশে খবর দেয় । পুলিশ এসে তা উদ্ধার করে এবং তদন্ত করে ওই নিষ্ঠুর মাকে ধরে ফেলে। জানা যায় তার নাম বাসনা রায়, স্বামীর নাম প্রাণ কৃষ্ণ রায়। তাদের দুই মেয়ে এবং এক ছেলে। তারপরে ফের এক মেয়ে হয়। গরিব এই পরিবার কন্যা সন্তান হওয়ায় চিন্তিত হয়ে পড়ে । প্রাণ কৃষ্ণ রায় একটি দোকানে কাজ করে অপরদিকে বাসনা মুড়ি ভেজে সংসারের সুরাহার চেষ্টা করত। লকডাউন এর মধ্যে আবার কন্যা সন্তান হওয়ায় কি করে সংসার চালাবে বুঝতে পারছিল না। তাই এমন কাজ করেছে বলে বাসনা রায় স্বীকার করেছে বলে সূত্রের খবর।