হেমতাবাদের বিজেপি বিধায়কের মৃত্যুর তদন্ত নিয়ে মামলা স্ত্রীর সুপ্রিমকোর্টে, কেন্দ্র-রাজ্য কে নোটিশ বিচারকের

0

আদালত সংবাদদাতা :::  CBI-এর হাতে যাচ্ছে হেমতাবাদের বিধায়কের মৃত্যুর তদন্ত? কেন্দ্র ও রাজ্যকে নোটিস সুপ্রিম কোর্টের I বিজেপি বিধায়ক খুন হয়ে গেলেন নাকি আত্মহত্যা করলেন? সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোটের মামলা করেন প্রয়াত বিধায়কের স্ত্রী চাঁদিমা রায়। জরুরি ভিত্তিতে শুনানির পর অবশ্য সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি শিবকান্ত প্রসাদ। রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি-কে তদন্তভার দেয় আদালত। এরপর বিধায়কের মৃত্যুতে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে মামলা দায়ের করা সুপ্রিম কোর্টে। সেই মামলাতেই এবার কেন্দ্র ও রাজ্যকে নোটিশ পাঠাল শীর্ষ আদালত। আশার আলো দেখছে বিজেপি ও মৃতের পরিবার। হেমতাবাদের বিজেপি বিধায়কের মৃত্যুর তদন্ত প্রসঙ্গে এবার কেন্দ্র ও রাজ্যকে নোটিস পাঠাল শীর্ষ আদালত। বুধবারই সুপ্রিম কোর্টের তরফে এই নোটিস পাঠানো হয়েছে। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি সিবিআইয়ের হাতে যাচ্ছে হেমতাবাদের বিধায়কের মৃত্যুর তদন্তভার? গত ১৩ জুলাই সকালে বাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে চায়ের দোকানে হাত বাঁধা অবস্থায় হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বছর খানেক আগে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেওয়া ওই বিধায়ককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলেই অভিযোগ করে বিজেপি ও মৃতের পরিবারের সদস্যরা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here