নির্ভীক কণ্ঠ নিউজ গ্রুপ :::: নোয়াপাড়া থানার অন্তর্গত পলতা এলাকায় এই নৃশংস খুনের খবর পাওয়া গিয়েছে। পুলিশি সূত্রের খবর, ঘোষপাড়া রোডের ধারে এয়ারফোর্সের পাঁচিলের গায়ে একটি মুন্ডু এবং হাত-পা কাটা দেহাংশ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। হাত পা কাটা মুন্ডুহীন অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার পলতায়। এলাকার বাসিন্দারাই পুলিশে খবর দেন। এরপর আজ সকাল থেকে দুর্গন্ধ বের হওয়ায় নোয়াপাড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই মৃতদেহ থেকে কাপড় সরিয়ে দেখেন এক মহিলার হাত পা ও মাথা কাটা মৃতদেহ পড়ে রয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় পুলিশ।