শ্যামল রায় নদীয়া :: স্বাস্থ্য সাথী কার্ড এর দৌলতে অপারেশন করে সুস্থ হয়েছেন শান্তিপুর ব্লকের ফুলিয়া দু’নম্বর চটকা তলার বাসিন্দা বাবলু বসাক। অনেকদিন ধরেই হার্নিয়া তে ভুগছিলেন তিনি ।অবশেষে স্বাস্থ্য সাথীর কার্ড দিয়ে কৃষ্ণনগর মিনার্ভা ডি এস এ হাসপাতালে অপারেশন করিয়ে সুস্থ হলেন ফুলিয়ার বাবলু বসাক। অত্যন্ত অভাব এবং অনুসরণের মধ্যেই সংসার চলে বাবলুর। পেশায় তাঁত শিল্পী ।
করোণা আবহে কমেছে শাড়ির চাহিদা। খুব করুণ অবস্থা তেই চলছে সংসার যাপন ।কিন্তু এরকম এক অস্ত্রোপচারে স্বাস্থ্য সাথীর কার্ড এর সাহায্য কতটা তা আবারও জল জ্যান্ত প্রমাণিত হলো বাবলু জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই ধরনের স্বাস্থ্য সাথী কার্ড হাতে না পেলে আমার পক্ষে কখনো সম্ভব ছিলনা অপারেশন করিয়ে বেঁচে থাকা। যাইহোক যন্ত্রণার মধ্যে স্বাস্থ্য সাথী কার্ড হাতে পেয়ে এখন চিকিৎসা করিয়ে সুস্থ হয়েছি। দিদি মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রণতি জানাই।