আমাদের দেশে এমন অনেকগুলো ট্রাভেল ডেস্টিনিশন রয়েছে, যেগুলি বর্ষায় ঘুরতে যাওয়ার জন্য একেবারে পারফেক্ট। ভেনিস অব দ্য ইস্ট নামে খ্যত কেরালার নদী, খাল, খাড়ি আর উপহ্রদের দেশ আলেপ্পি। একদিকে আরব সাগর আর অপরদিকে ব্যাকওয়াটার- মাঝে স্যান্ডউইচ হয়ে আলেপ্পির অবস্থান।উদয়পুর: প্রাসাদে ঘেরা উদয়পুরও বর্ষায় অন্যভাবে ধরা দেয় পর্যটকদের কাছে।উঁচু পাহাড়, ঝরনা আর সবুজ প্রকৃতির অপরূপ মেলবন্ধনে সেজেছে মেঘালয়ের চেরাপুঞ্জিমুন্নার- বর্ষার সময় এই পাহাড়ি এলাকা হয়ে ওঠে আরও মোহময়ী