বেআইনিভাবে প্রবেশ, দুই বাংলাদেশী তরুণী গ্রেপ্তার

0

শ্যামল রায় কৃষ্ণনগর :::  রবিবার সকালে দুই বাংলাদেশি তরুণীকে গ্রেফতার করল বিএসএফ। তারপর বিএসএফ  পুলিশের হাতে তুলে দেয় দুই। বিএসএফ সূত্রে জানা গিয়েছে এদিন নদীয়ার ভীমপুর থানার রাঙীয়াপোতায় বেআইনিভাবে প্রবেশ করেছিল। তখনই সীমান্তরক্ষী বাহিনীর নজরে আসে এবং তাদের জিজ্ঞাসাবাদ করার পর তাদেরকে আটক করে।

নদীয়া জেলার ভীমপুর এলাকায় বেশ কিছু অংশ সীমান্ত তার কাঁটা বিহীন অবস্থায় আছে সেই এলাকাতেই তারা ভারতে প্রবেশ করছিল বলে জানা যায়। ধৃতদের জিজ্ঞাসাবাদের পর ওই দুই তরুণীকে অবৈধভাবে ভারতে প্রবেশ করার অপরাধে ভীমপুর থানার পুলিশের হাতে তুলে দেয় সীমান্তরক্ষী বাহিনী। ভীমপুর থানার পুলিশের পক্ষ থেকে ধৃতদের আজ কৃষ্ণনগর আদালতে তোলা হবে। পুলিশ সুত্রে জানা গেছে এই দুই তরুনী বোম্বে ও কলকাতার বিভন্ন হোটেলে বার ডান্সার করে থাকে । ধৃত দুই তরুনীকে কৃষ্ণনগর আদালতে তোলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here