শ্যামল রায় ::: প্রগ্রেসিভ ডক্টর অ্যাসোসিয়েশন এর নদিয়া জেলা শাখার কনভেনশন কল্যাণী বিদ্যাসাগর মঞ্চতে অনুষ্ঠিত হল। করোণা পরিস্থিতিতে চিকিৎসকদের ভূমিকা নিয়ে আলোচনা এবং করোনা যোদ্ধাদের সম্মান জানান উপস্থিত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। ছিলেন নদীয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু ,তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক যুব কংগ্রেসের প্রসেনজিৎ মন্ডল জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ একাধিক নেতৃত্ব ও চিকিৎসক।
এছাড়া উপস্থিত ছিলেন পি ডি এ সভাপতি ডাক্তার নির্মল মাঝি নদীয়া জেলা সভাধিপতি রিক্তা কুন্ডু কল্যাণী বিধানসভা প্রাক্তন বিধায়ক ডক্টর রমেন্দ্র নাথ বিশ্বাস প্রখ্যাত চিকিৎসা ডাক্তার আশীষ মৈত্র তৃণমূল নেতা অনিরুদ্ধ বিশ্বাস কল্যাণী পৌরসভার পৌর প্রশাসক সুশীল কুমার তালুকদার সহ অন্যান্য ব্যক্তিবর্গ |