শ্যামল রায় পূর্বস্থলী ::: পূবস্থলী উত্তর বিধান সভার বিধায়ক তপন চ্যাটার্জী নিজ বিধান সভার প্রত্যেক বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অধিকারীকে বাড়ি গিয়ে সংবর্ধনা দেওয়া শুরু করেন।
আজ সারাদিনে পূর্বস্থলী ২ নং ব্লকের ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান করেন।
আগামীকাল এবং পরশু নিজ বিধান সভা এলাকায় পূর্বস্থলী ১ নং ব্লক এবং মন্তেশ্বর ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের সর্বোচ্চ নম্বর অধিকারীকে সংবর্ধনা প্রদান করা হবে বলে জানিয়েছেন। বিধায়কের সাথে ছিলেন জাতীয় শিক্ষক সুব্রত দাস এবং পূর্বস্থলী নীলমণি ব্রম্মচারী ইনস্টিটিউশন এর গ্রণ্থাগারিক নির্মলেন্দু পালসহ অনেকে। খুশি এলাকার মানুষ|