নির্ভীক কণ্ঠ ডিজিটাল ডেস্ক :::: ব্যারাকপুর মহকুমার অন্তর্গত ইছাপুরের মাঝের পাড়া এলাকায় এক বৃদ্ধ রিকশাচালক অসুস্থ হয়ে পড়েছিলেন রাস্তার ধারে। যন্ত্রণায় কাতরালেও এগিয়ে আসেনি এলাকাবাসীরা। তাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে সেনাবাহিনীর এক কর্মচারী সুমন মজুমদার গর্ভবতী স্ত্রীকে চিকিৎসা জন্য নিয়ে যাওয়া সত্ত্বেও বৃদ্ধ রিকশাচালক এর সাহায্যে এগিয়ে আসেন। তিনি নোয়াপাড়া থানার পুলিশের সহযোগিতায় উত্তর ব্যারাকপুর পৌরসভা থেকে অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করে তাকে প্রাথমিক সেবা-শুশ্রূষা করে হাসপাতালে ভর্তি করান। করোনা আবর্তে এমন একটি পরোপকার কাজ করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করলেন সুমন । এই খবর ছড়িয়ে পড়তেই অনেকেই বলা শুরু করলেন এভাবে সকলেই এগিয়ে এলে সমাজে অভুক্ত হয়ে মরবে না কেউ, অসুস্থ চিকিৎসার সাহায্য পাবে, ঘরে বসে পচে মরতে হবে না। সুমন বললেন, ‘এভাবে মৃত্যু পথ যাত্রী অসুস্থ ব্যাক্তিকে রাস্তায় ফেলে চলে যাওয়াটা অন্যায়। আমার স্ত্রী অসুস্থ, তবে এই বৃদ্ধকে আগে হাসপাতাল পাঠানোর দরকার ছিল। যারা করোনা নিয়ে ভয়ে এগিয়ে আসেনি, তাদের কিছু বলার নেই । কে সাহায্য করল, কে সাহায্য করল না, তা ভেবে লাভ কি ? আমি যতটা পারলাম, চেষ্টা করেছি । আশা করছি উনি সুস্থ হয়ে উঠবেন ।’