নির্ভীক কণ্ঠ নিউজ গ্রুপ ::: আজ সকাল থেকেই এলাকা দখলকে কেন্দ্র করে হুগলি জেলার অন্তর্গত আরামবাগ মহকুমার হরিণখোলা ১ নম্বর গ্ৰাম পঞ্চায়েত এলাকার ঘোল তাজপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর যুব বনাম মূল তৃণমূলের বোমা-গুলির লড়াই সংঘর্ষের মাঝে পড়ে নিহত হয়েছে চন্দন খান নামে এক ব্যক্তি। পরিবারের দাবি, নিহত চন্দন সক্রিয় ভাবে কোনও রাজনীতি করতেন না। এই ঘটনার পর মৃতদেহ আটকে ব্যাপক বিক্ষোভ দেখায় গ্ৰামবাসীরা। রাস্তায় আটকে বিক্ষোভ দেখাতে থাকে পরিবারের সদস্য ও গ্ৰামবাসীরা। আরামবাগ থানার আইসি কে এলাকায় ঢুকতে বাধা দিলে এসডিপিও বিশাল পুলিশ বাহিনী নিয়ে এলাকায় ঢোকেন। বসানো হয় পুলিশ পিকেট। চলে টহলদারি। আহতদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, ‘ঘটনার খবর পেয়েছি। যে কোনও মৃত্যুই দুঃখজনক। আমি নিজে ঘটনাস্থলে যাচ্ছি সমস্ত বিষয়ে নিয়ে রাজ্য নেতৃত্বের সাথে কথা বলবো। তবে প্রশাসন নিজের কাজ করবে। উল্লেখ্য, তৃণমূল যুব নেতা শেখ লাল্টুর সঙ্গে তৃণমূল নেতা পারভেজ রহমানের দীর্ঘদিনের বিবাদ। যা নিয়ে একাধিকবার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষের অনুগামীরা। আজ সকালে মূল তৃণমূল কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় ব্যাপক। লাল্টু খাঁয়ের অভিযোগ, পারভেজ তাঁর লোকজন নিয়ে ভোল তাজ পুর এলাকায় এসে তাঁর অনুগামীদের উপর আক্রমন চালায়।